Welcome Hasan it
Technology at the Speed of Life.
বর্তমানে সবচেয়ে সাড়া জাগানো বিষয় হল ফ্রিল্যান্সিং। তবে প্রথমেই বলে নেই, এটা অসম্ভব এর কিছু নেই। কিন্তু প্রশ্ন হল, কাজ না শিখে কিভাবে আয় করবেন? আমি আপনাদেরকে প্রথমেই প্রজেক্ট ভিত্তিক কাজ শিখাব। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আর আয়ের কথা বলছেন, সেটা আপনার উপর নির্ভর করবে। সত্য বলে দিচ্ছি, আমি আপনাদেরকে কাজ শিখাব। টাকা ইনকাম শিখাব না। টাকা ইনকাম চলমান একটি বিষয়। কাজ শিখলে টাকা কিভাবে আসবে সেটা পরে বুঝে আসবে। লোকাল বাজারে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ব্যক্তিগত ওয়েবসাইট ইত্যাদি কাজ করতে পারবেন।
সুতরাং প্রথমেই কাজ শিখেন টাকা ইনকাম হবে ইনশায়াল্লাহ।
কি কি শিখাব : ১। এইচটিএমএল (HTML), ২। সিএসএস (CSS) ৩। জাভাস্ক্রিপ্ট/জেকুয়েরি (javascript/jQuery) ৪। বুটস্ট্রাপ ৫। পিএইচপি ৬। ওয়ার্ডপ্রেস
মোট ৩২টি ক্লাসে শেষ করব ইনশায়াল্লাহ। সাথে থাকবে psd to html ।
আপনার যদি কোন প্রশ্ন, কোন অভিমত, কোন ঘটনমূলক সমালোচনার প্রয়োজন হয়। তাহলে এই নাম্বারে ফোন করুন : 01761-442394 (হাসান কারার) ; ইমেইল: karar0176@gmail.com